MMS Fame Prova and Shanto Divorce Rumors | Prova looking for a 4th Innings!01:20

  • 0
Published on April 6, 2016

রাজীবের সাথে বাগদান, অপূর্বর সাথে বিয়ে ও কিছুদিনের মাঝে ডিভোর্স, এর কিছুদিনের মাঝেই শান্তর সাথে আবারও বিয়ের পিঁড়িতে বসেছিলেন প্রভা। তবে এরপরও নানা সময় প্রভার উগ্র জীবন যাপন নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ফলশ্রুতিতে প্রভা ও শান্তর ডিভোর্স হয়ে যেতে পারে এমন আশঙ্কা করছিলেন অনেকেই। গত এক বছর যাবৎ প্রভা ও শান্ত আলাদা থাকছেন বলে দাবি অনেক নিউজ পোর্টালের। ঘটনাটা বহুদিন ধামা চাপা পরে থাকলেও সম্প্রতি প্রভার এক ঘনিষ্ঠ সুত্র থেকে জানা যায় গোপনে শান্ত ও প্রভার ডিভোর্সের ঘটনাও ঘটে থাকতে পারে। ঘটনার সত্য মিথ্যা পুরোপুরি যাচাই করা সম্ভব না হলেও এর পর থেকেই মিডিয়া আবারও ঘটা করে ছাপাচ্ছে প্রভার খবর।

Enjoyed this video?
"No Thanks. Please Close This Box!"